India Becomes World's 6th Largest Economy

ভারত কী সত্যি বিশ্বের বৃহত্তম অর্থনীতি হতে চলেছে?

World Bank -এর  latest Report অনুযায়ী ভারত পৃথিবীর ষষ্ঠম বৃহত্তম অর্থনীতির স্থান পেয়েছে। ফ্রান্সের মতন উন্নত দেশেকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। world Bank -এর  latest Report অনুযায়ী ভারতে GDP হল $2.579 trillion, কিছু দিন আগেও hindustan times প্রতিকাতেও এই খবর কিছুদিন আগেই প্রকাশিত হয়ে ছিল (19th April)। কিন্তু সেই ডেটা ছিল international monetary fund (IMF)-এর তরফ থেকে। সমস্ত দেশের অর্থনীতির পরিমাপ করে এই তিনটি সংস্থা (IMF, World Bank, United Nations)। নিচে তালিকা দেওয়া হল আপনারও দেখে নিতে পারেন।
যেহেতু United Nations তাদের ডেটা একটু দেরিতে আপডেট করে তাই এখানে ভারতকে এখনও সপ্তম তালিকাতেই রাখা হয়ছে, আশা করা যায়ে বছরেশেষের দিকেই তারও ভারতকে ষষ্ঠম তালিকা ভুক্ত করবে। আরও বড় খুশির খবর আসতে চলেছে বছরের শেষের দিকে। 
(United Kingdom) ইংল্যান্ডকেও পিছনে ফেলে দিতে পারে ভারত, তাহলে আমরা পারবঐতিহাসিক জয়ে করতে। ২০০বছরের উপনিবেশ থাকার পর কেউ ভেবেছিল আমরা কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবো। এবার কিছুদিনের মধ্যেই আমরা অর্থনীতির যুদ্ধে ইংল্যান্ডকে পিছনের তালিকায়ে ফেলে এগিয়ে যাবো।
কিন্তু দুঃখের সেই একই বিষয়ে, আমরা কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাবো না। ইংল্যান্ডের থেকে ভারতের GDP বেশি হলেও যদি GDP PAR CAPITA মানে সহজ কোথায়ে আমাদের সবার গড় রোজগার কিন্তু বাড়বে না। সেই (GDP PAR CAPITA) হিসাব করলে ইংল্যান্ডের জনগণের গড় রোজগার $42,515 মানে প্রায়ে 29,12,064.93 টাকা এবং ভারতের জনগণের গড় রোজগার $1,964 মানে প্রায়ে 1,34,524.18 টাকা।
এতে দুঃখিত হবার কিছু নেই কারণ, ইংল্যান্ডের জন সংখ্যা অনেক কম তাই সেখানে সাধারণ মানুষের জীবনধারা আমাদের তুলনায়ে অনেক ভালো। এই জন্য আমাদের দেশে চাকরীর অভাব, খাবারের দাম দিন দিন বেড়েই চলেছে। এই সব সমস্যা তো সব দেশেই রয়েছে, কিন্তু এটা ভুললেও চলবে না। এক সময়ে ইংরেজরা আমাদের দেশ ভাগ ভাগ করে দিয়ে গেলো, তার সাথে পাকিস্তান, চীনের মতো প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ। এতো সব কিছুর পরও আমরা সেই এগিয়ে চলেছি জগতের সেই শ্রেষ্ঠ আসনটি দখল করতে।

Comments