আমরা কি মেঘালয়ান যুগে বসবাস করছি? । What is Meghalayan Age?

আমরা কি  মেঘালয়ান যুগে বসবাস করছি? । What is Meghalayan Age?


মেঘালয়ান যুগ কি?

ভূবিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাসকে ভাগ করে রেখেছে যাতে আমাদের হিসাব করতে সহজ হয়ে। যেমন, আমরা নিজেদের বয়েস দিয়ে ভাগ করে থাকি বাল্য, যৌবন, বার্ধক্য ঠিক তেমনি পৃথিবীর বয়েসেরও ভাগ আছে।
আজ থেকে 541 Million বছর আগে এক ইন শুরু হয়েছিল তার নাম ফানরোজোয়নিক ইন (Phanerozoic Eon)। ফানরোজোয়নিক ইন -এ জীবন খুবই দ্রুততরও হয়ছিল, ডাইনোসরাস এই  ইন  জন্মেছিল আজ আমরাও এই ফানরোজোয়নিক ইনে আছি। ফানরোজোয়নিক ইন -এর মধ্যে অনেক সাব-ডিভিশন আছে, সেগুলো এক একটা যুগ। সবথেকে বড় ফানরোজোয়নিক ইন তারপর এড়া সব শেষে থাকে পিরিয়ড।


উপরের চার্টে দেখছেন, ফানরোজোয়নিক ইন -এর খুব ছোটো একটা (Cenozoic Era) সিনোজোয়িক যুগে আমরা বসবাস করছি। এরপর নিচে দেখবেন (Mesozoic Era) মেসোজোয়িক যুগে ডাইনোসরাসরা বসবাস করত। মেসোজোয়িক যুগে তিনটি পিরিয়ড, ক্র্যাটিসিয়াস পিরিয়ড (Cretaceous Period), জুরাসিক পিরিয়ড (Jurassic Period), ট্রিপিসিক পিরিয়ড (Triassic Period)।

(Cenozoic Era) সিনোজোয়িক যুগ সম্পর্কে কিছু কথাঃ

সিনোজোয়িক যুগ আজ থেকে প্রায়ে 66 Million বছর আগে শুরু হয়েছিল। সিনোজোয়িক যুগের অনেক পিরিয়ড আছে। (Quaternary Era) চতুর্মাত্রিক যুগ। এড়া থেকে ছোটো হয়ে Epoch, হলোসেন এপক (Holocene Epoch) -এ আমরা বসবাস করছি। হলোসেন এপক (Holocene Epoch) আজ থেকে প্রায়ে দশ - এগার বছর আগে শুরু হয়েছিল, এর একটা ছোটো সময়েকাল বানানো হয়েছে তার নাম হল মেঘালয়ান। মেঘালয়ান যুগ শুরু হয়ছিল আজ থেকে প্রায়ে চার হাজার সাল আগে, মেঘালয়ান যুগের আগে ছিল উত্তরগ্রুপপিয়ান যুগ (Northgrippian age)। ভূতত্ত্ববিদের মতে, আজ থেকে প্রায় ছ’হাজার বছর আগে ফ্ল্যান্ড্রিয়ান ট্র্যান্সগ্রেশনের সময় সমুদ্র এগিয়ে এসেছিল। পশ্চিমবঙ্গের রসুলপুর, কাঁথি এবং সুবর্ণরেখার পশ্চিমে বালেশ্বরও তার প্রমাণ রয়েছে। তার পরে সমুদ্র ধীরে ধীরে সরতে থাকে। সেই সময়েই মেঘালয়ের এই গুহাতে পাওয়া প্রমাণের মতো পরিচয় সে রেখে গিয়েছে।

মেঘালয়ান যুগের সাথে কি মেঘালয়ার কোনো সম্পর্ক আছে?

মেঘালয়াতে একটা খুব প্রাচীন গুহা আছে Mawmluh Cave, অনেক গবেষণা করে খুব মূল্যবান Stalagmite (শিলা) পাওয়া গেছে। বহু বছর ধরে মিনারেল জমা হতে হতে Stalagmite তৈরি হয়ে। নানা রকম পরীক্ষা করে জানা যায়ে, এখানে যে অক্সিজেনের মাত্রা পাওয়া গেছে তার কম্পোজিসান আলাদা ছিল। তার মানে এখানে চার হাজার বছর আগে আবহাওয়ার কিছু পরিবর্তন হয়ছিল। কিন্তু অদ্ভুত কথা হল বেশ কিছু সভ্যতা ধ্বংসের পথে চলেছিল, যেমন সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। এই সময়েকালে দুশো বছরের জন্য পৃথিবীতে ভয়াবহও খরা দেখা দিয়েছিল।

গুহার উপরের অংশকে Stalactite বলে এবং নিচের অংশকে Stalagmite বলে।

মেঘালায়ার গুহাতে যে Stalagmite পাওয়া গেছে তা দেখে বোঝা যাছে, খুব বড় একটা পরিবর্তন এসেছিল, তাই বলা হছে এটা একটা নতুন যুগের শুরু। এই যুগ যেই সময়েকাল থেকে শুরু হয়ছিল, তখন থেকে প্রায়ে দুশো বছরের খরা আসছিলও আর সেই খরাতে বহু প্রাচীন সভ্যতা সম্পূর্ণ রুপে ধ্বংস হয়ে গিয়েছিল। ইজিপ্টের পিরামিড কিন্তু এই মেঘালয়ান যুগের আগেই হয়েছিল।
ভাবতে হয়তো খুবই অবাক লাগছে কিন্তু পৃথিবীতে বহুবার এমন পরিবর্তন এসেছে। আমারা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো আজ থেকে হাজারো বছর আগে হিমশীতল যুগ ছিল তার পর আসতে আসতে বরফ সরে গেলো মানুষের সভতার ধীরে ধীরে বিকাশ পেল। এই ভাবেই পৃথিবীর আবহাওয়া বছরের পর বছর ধরে অনেক পরিবর্তন হয়ে চলেছে। আজ আমরা ভাবি কার্বন-ডাই-অক্সাইড বা গ্রিনহউস গ্যাস গুলোর জন্য পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে, কিন্তু এর জন্য সম্পূর্ণ দোষ দেওয়া যায়না গ্রিনহউস গ্যাস গুলোর জন্যই তাপমাত্রা বাড়ছে। বৈজ্ঞানিকরা মানছেন পৃথিবীর তাপমাত্রা আপনা থেকেই পরিবর্তন হবে তার সাথে যদি আমরাও গ্রিনহউস গ্যাস গুলোকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে খুব দ্রুতই আবার কোনও একটা বড়ো বিপর্যয়ে দেখা দেবে। 

Comments