ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলির মধ্যে জুয়াকে আইন প্রণয়নের সুপারিশ | Sports Betting Legalize in India

Sports Betting in India | ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলির মধ্যে জুয়াকে আইন প্রণয়নের সুপারিশ 


ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলিতে জুয়াবাজিকে আইনত সুপারিশ করেছে Law Commission of India, এতে ভারত সরকারের কীভাবে লাভ হবে? এর ফলে ট্যাক্সের মাধ্যমে কত টাকা সরকার পেতে পারে, আবার সেই টাকা বিভিন্ন ভাবে সরকার দেশের উন্নয়নের কাজে লাগাতে পারে।
"Law Commission of India" হল ভারতের executive body, তারা বিভিন্ন বিষয়ে রিপোর্ট বানায়ে। যেমন ধরুন, আমাদের দেশের বাচাদের, মেয়েদের নিয়ে আইন হওয়া দরকার, শিক্ষা নিয়ে কি আইন হওয়া উচিৎ এমনি বিভিন্ন বিষয়ে রিপোর্ট বানায়ে। তার পর সেটা সরকারের কাছে যায়ে, সরকারি মোহর লাগলে তা আইনে পরিণত হয়ে।

"Law Commission of India" এর বর্তমান চেয়ারম্যান "Balbir Singh Chauhan" (21st Law Commission)। 

কি কারণ ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলির মধ্যে জুয়াকে আইনত করার?
এখানে প্রধান কারণ ট্যাক্স থেকে সরকারে রোজগার। স্টক মার্কেটে যেমন থাকে State Bank of India -এর ১০ টাকারে শেয়ার আছে, কোনো ব্যক্তি এসে ১ লক্ষ্য টাকার শেয়ার কিনতে নেয় তাহলে যদি ভবিষ্যতে শেয়ারটার মুলো ১০ টাকা থেকে বেড়ে গিয়ে ২০ টাকা হয়ে যায়ে তবে সেই ব্যক্তির ১ লক্ষ্য টাকা ১ লক্ষ্য টাকায়ে পরিনত হবে। এবার সরকার এই ব্যক্তিটির রোজগার করা ১ লক্ষ্য টাকার উপর ট্যাক্স বসাবে।

সাধারানত আমাদের দেশে Sports Betting কি হয়ে?

আমাদের দেশে Sports Betting যা হয়ে থাকে। ধরুন, ভারত আর শ্রীলঙ্কার সাথে ক্রিকেট  চলছে, কেউ  ভারতের উপর টাকা লাগাল আবার কেউ শ্রীলঙ্কার উপর টাকা লাগিয়ে দিল, এখানে সবটাই লোকাল ব্রোকারদের হাতে থাকে এরফলে সরকারের কাছে কোনো মুনাফা থাকে না কারণ সরকারের নজরে এটা বেআইনি। তাই সরকার এখন চাইছে স্টক মার্কেটে ঠিক যেমন আইনত ভাবে ট্যাক্স দিতে হয়ে ঠিক তেমনি ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলির মধ্যে জুয়াকে খেললেও সরকারকে ট্যাক্স পেমেন্ট করা উচিৎ। 
ছবিতে আপনারা রিপোর্টের কিছু প্রতিলিপি দেখতেই পাছেন। 

এবার জানা যাক এই রিপোর্ট বানানোর নির্দেশ কে দিয়েছিল?

এই রিপোর্ট বানাতে বলেছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতে ক্রিকেটের উপর যে বেটিং হয়ে তা কীভাবে রেগুলেট করা যেতে পারে, তার উপর রিকমেন্ডেশন দাওয়ার জন্য। কিন্তু এখানে ক্রিকেট ছারাও অন্যান্য ক্রীড়াগুলিকেও যোগ করে দিয়েছে। সাধারানত ভারতে যা বেটিং হয়ে বেশির ভাগ ক্রিকেটের উপরেই হয়ে থাকে।

আমাদের দেশে যদি ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলির মধ্যে জুয়াকে আইনত করে দেওয়া হয়ে তার ফলে কি ভালো হবে আর কি খারাপ হবে?

সাধারনত এখন যা হয়ে থাকে, যেকোনো ব্যক্তি বিনা লাইসেন্স বা বিনা সরকারি অনুমতি ছাড়া একজন ব্রোককিপার হয়ে যায়ে, আর তার কাছে যে কেউ গিয়ে বেটিং এর জন্য টাকা লাগায়ে, আর বেটিং করা শুরু করে দেয়। কিন্তু এই আইনের সরকার অনুমতি দিলে, লোকেরা যার কাছে যাবে বেটিং লাগানর জন্য সেই ব্রোককিপারের লাইসেন্স থাকতে হবে। এরফলে বিভিন্ন  অ্যাপ্লিকেশান আসবে নতুন নতুন ওয়েবসাইট হবে যেখানে সবাই অন-লাইনের মাধ্যমে বেটিং করতে পারবে। আমাদের দেশে সাধারণত বেটিং কাজে আন্ডারওয়ার্ল্ড জড়িয়ে থাকে, আর বেটিং -এর টাকা বিভিন্ন বেআইনি কাজে ব্যাবহার হয়ে থাকে। এই আইনের ফলে সেটা সাদা টাকা হিসাবে ব্যাবহার করা হবে। 
"Doha Based International Center for Sports Security" বোর্ড একটি হিসাবে বলেছে ভারতের বেটিং -এর মার্কেট হল বাৎসরিক প্রায়ে 9.9 লক্ষ্য কোটি টাকা। "The Federation of India Chamber of Commerce and Industry (FICCI)" বোর্ডের মতে ভারতে ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলির মধ্যে জুয়াকে আইনত করলে কোনো লাইসেন্স প্রাপ্ত কোম্পানি দ্বারা বেটিং করলে টাক্স মারফত সরকারের প্রায়ে 19,000 কোটি টাকা জমা পরতে পারে।
এই মুহূর্তে ঘোড়ার রেসে যে বেটিং হয়ে তা কিন্তু আইনত, সেখানে 28% টাক্স পেমেন্ট করতে হয়ে। যদি ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়াগুলির মধ্যে জুয়াকে আইনত করা হয়ে সেখানেও 28% টাক্স পেমেন্ট করতে হতে পারে। বেশ কিছু রাজ্যে তো লটারি খেলাও আইনত।
এরফলে এইসব বেটিং থেকে টাক্স মারফত যে টাকা সরকারের রোজগার হবে, সেইসব টাকা সরকার খেলার স্টেডিয়াম, খেলোয়াড়দের বিশেষ সুবিধা দিতে পারবে। ঠিক এমনি মডেল ইংল্যান্ড আর চীন এও ব্যাবহার করা হয়ে।
এই আইনে যে কোনো ব্যক্তি চাইলেই তার সমস্ত টাকা বা বিষয়ে সম্পত্তি বাজী রাখতে পারবে না, এখানে সবার নির্দিষ্ট মাপ থাকবে। Proper-Gambling - যাদের রোজগার সমাজের সবথেকে বেশি বা ধনীদের জন্য। Small-Gambling - যারা স্বল্প রোজগার তাদের জন্য, একটা নির্দিষ্ট মাত্রা থাকবে তার বেশি তারা টাকা ঢালতে পারবে না। আবার কোনো ব্যক্তি চাইলেও একবারের বেশি বেটিং করতে পারবে না, এমনি নিয়ম থাকবে যাতে কোনো পরিবার সর্বস্বান্ত না হয়ে যায়ে। 
এই বেটিং সম্পূর্ণ ক্যাশলেশ হবে, বেশির ভাগই অন-লাইনের মাধ্যমে, যাতে সব কিছু স্বচ্ছতা থাকবে। বেটিং -এ যা হবে সব ব্যাংক একাউন্টের টাকা ব্যাবহার করতে হবে, মানে সব সাদা টাকাই ব্যাবহার হবে। কিন্তু আমাদের দেশে তো সমস্ত বেটিং কালো টাকাতেই হয়ে। আপনাদের কি মতামত? জানাতে পারেন নিচে কমেন্ট করে!

Comments