India now a 69th Shareholder in European Bank for Reconstruction and Development - July 2018
European Bank for Re-Constriction and Development তে ভারত 69th Shareholder হয়ে গেলো!
কিছু দিন ধরেই কথা চলছিল ভারত "European Bank for Re-Constriction and Development" (EBRD) এর শেয়ারহোল্ডার হতে চলেছে। এখন (EBRD)তে ভারত আপাততও 69th Shareholder হয়ে গেছে (July 2018) , এটা একদিকে খুবই গর্বের বিষয়। এই বাঙ্কের Head Quarter হল London-এ অবস্থিত।
কিন্তু একটা গুরুত্ব পূর্ণ কথা, আপনারা ভাববেন না যে ভারত "European Investment Bank" -এর Shareholder হয়েছে। "European Investment Bank" আর "European Bank for Re-Constriction and Development" দুটো সম্পূর্ণ আলাদা। "European Investment Bank" শুধু মাত্র ইউরোপ ইউনিয়নের দেশ গুলির জন্যই এখানে বাইরের কোনো দেশের মেম্বার হবার সুযোগ নেই। "European Investment Bank" Head Quarter হল Luxembourg -এ অবস্থিত। এবার কথা হল ভারত কেন (EBRD)তে শেয়ারহোল্ডার হল?
ভারত ঋণ নেবার জন্য শেয়ারহোল্ডার হয়নি, আর চাইলেও ভারত এই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে না কারণ, এই বাঙ্কের ঋণ নেবার তালিকায়ে ভারতের নামে নেই, নিচে দেশ গুলোর তালিকা দেওয়া আছে। ভারত সাধারণত এখানে ফিনান্সার বা ইনভেস্টার হিসাব অংশ নিয়েছে, এর ফলে ভারতের শিল্পপতিদের জন্য রাস্তা খুলে গেল ইউরোপ এবং আশেপাশের দেশ গুলির বড় বড় প্রোজেক্ট গুলোতে সরাসরি মূলধন নিবেশ করতে পারবে।আজকের দিনে অনেক বড় বড় দেশ (EBRD)তে ভারতের মতো ইনভেস্টার হিসাব অংশ নিয়েছে। যেমন, অস্ট্রেলিয়া, জাপান ও চিন আছে সেই তালিকায়ে। 2016 সালে চিন শেয়ারহোল্ডার হয়ছিল, আর ভারত এপ্লাই করেছিল 2017 সালে। তাহলে বুঝতেই পারছেন ভারত চিনের প্রতিযোগিতা। সবথেকে বড় ইনভেস্টার হল আমেরিকা যুক্তরাষ্ট্র।
চিন 67th শেয়ারহোল্ডার হয়ছিল, চিনের মাত্র 0.096% শেয়ার রয়েছে। কিন্তু চিন (EBRD) বাঙ্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন প্রোজেক্টে প্রায় $1.7 Billion ইনভেস্ট করে রেখেছে চাইনিজ কম্পানি গুলো।
ভারতের কাছে আপাততও তেমন বড় কোনো প্লান শোনা যায়েনি। এখন থেকে ইউরোপ এবং আশেপাশের দেশ গুলির বড় বড় প্রোজেক্ট সরাসরি যোগ দিতে পারবে TATA, Birla Industry মতো বড় বড় শিল্প প্রতিষ্ঠান গুলি।
"European Bank for Re-Constriction and Development" থেকে ঋণ নিতে পারে যেই দেশ গুলিঃ
Albania, Armenia, Azerbaijan, Bosnia, Belarus, Herzegovina, Bulgaria, Cyprus, Croatia, Egypt, Estonia, Greece, Georgia, Hungary, Jordan, Kazakhstan, Kyrgyzstan, Kosovo, Latvia, Lithuania, Macedonia, Moldova, Mongolia, Montenegro, Morocco, Poland, Russia, Romania, Serbia, Slovakia, Slovenia, Tajikistan, Tunisia, Turkey, Turkmenistan, Uzbekistan, Ukraine.
Comments
Post a Comment